ধান মাড়াই দিয়ে প্রচারণা শুরু করলেন নৌকার প্রার্থী আসাদ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


নিজ গ্রামে চাষীদের সঙ্গে ধান মাড়াই করে প্রচারণা শুরু করেছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দের পর নিজ গ্রাম ভুগরইলে পথসভা ও জনসংযোগের মাধ্যমে আসাদ তার নির্বাচনী প্রচার শুরু করেন।

এসময় তিনি বলেন, আমাকে বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের প্রতীক নৌকা প্রতীক দিয়ে ধন্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও আমার মনোনয়নে বিশাল ভূমিকা রাখার জন্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকেও ধন্যবাদ জানাই।

আসাদ আরও বলেন, আমি এই অঞ্চলেরই সন্তান, এখানেই আমার জন্ম, এখানেই আমার বেড়ে ওঠা। এখানেই আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজনের বসবাস। নিজ এলাকায় তো রাজনৈতিক পরিচয় প্রয়োজন হয় না। এই এলাকার শতভাগ মানুষ আগামী ৭ জানুয়ারি এই মাটির সন্তান হিসেবে নৌকা প্রতীকে ভোট দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় এবার পবা-মোহনপুরে ভুগরইল একটা ব্যানার হিসেবে থাকবে, শতভাগ মানুষ নৌকা প্রতীকে ভোট দিবে। এই এলাকার মানুষের ভালোবাসায় আগামী দিনের পথ চলতে চাই।

আগামীতে জাতীয় সংসদ সদস্য হয়ে জন উন্নয়নে সদা সচেষ্ট থাকবেন বলেও জানান এই প্রার্থী। নির্বাচনী এই প্রচারণায় আওয়ামী লীগের নেতাকর্মী, সাবেক ছাত্র নেতা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ