ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট: মার্চ ১৩, ২০২৪, ১১:৩০ অপরাহ্ণ


ধামইরহাট প্রতিনিধি:ধামইরহাটে এডভোকেসি নেটওয়ার্ক কমিটি (এএনসি) এর ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ টায় ধামইরহাট ভবনে খ্রিষ্টান এইড এবং ইউরোপিয়ান ইউনিয়নের কারিগরি ও আর্থিক সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায় ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প’ বাস্তবায়ন করছে। এএনসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্পের ডিভিশনাল-এ্যাসিসটেন্ট ফ্যাসিলিটেটর সুদীপ কুমার-ঘোষ, ইউপি-সদস্য আবু মুছা, মামুনুর রশীদ, সংরক্ষিত-ইউপি সদস্য রেবেকা পারভীন, রওশন আরা, সংস্থার-উপজেলা প্রতিনিধি জিহিস্কেল সরেন, সাংবাদিক আবু মুছা-স্বপন, হারুন আল-রশীদ, উপজেলা-পারগানা সেবাস্তিয়ান হেমরম, শিক্ষক লাঝারুষ মার্ডি, নারী-নেত্রী বেলী খাতুন, জাহিদ ইকবাল, শিক্ষার্থী মুরাদুজ্জামান মুরাদ, আশেয়া সিদ্দিকা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ