ধামইরহাটে চা খেলে বিস্কুট ফ্রি!

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

ধামইরহাট প্রতিনিধি


নওগাঁ ধামইরহাটে চায়ের সঙ্গে বিস্কুট ফ্রি প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে ধামইরহাট বাজারের ঐতিহাসিক নিমতলীর মোড়ে অবস্থিত মোক্তার হোসেনের চায়ের দোকানে এক কাপ চা পান করলে সঙ্গে সঙ্গে ৩ টাকা মূল্যের একটি বিস্কুট ফ্রি প্রদান করা হয়েছে। বিষয়টি মাইকে প্রচার ও আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকে এই অফারের বিষয়টি তুলে ধরলে জনগনের মধ্যে সাড়া পড়ে যায়। অনেকে কৌতুহলবশত চা পান করতে আসে।
চা দোকানের মালিক মাক্তার হোসেন বলেন, গ্রাহকদেরকে নববর্ষের উপহার হিসেবে ও শুক্রবার ছুটির দিন হওয়ায় তিনি এ অফার প্রদান করেছে। এই অফারের সুযোগ নিয়ে লোকজন সকাল থেকে তার দোকানে ভিড় করেছে। উত্তর চকযদু গ্রামের আতোয়ার হোসের বলেন, ৩ টাকা দামের চায়ের সঙ্গে ৩ টাকা দামের বিস্কুট ফ্রি পেয়ে তারা খুশি।

এ বিভাগের অন্যান্য সংবাদ