ধামইরহাটে নকল নবিসদের কলম বিরতি অব্যাহত

আপডেট: ডিসেম্বর ৯, ২০১৬, ১২:০৬ পূর্বাহ্ণ

ধামইরহাট প্রতিনিধি


নওগাঁর ধামইরহাটে নকল নবিসদের কলম বিরতি অব্যাহত রয়েছে। গত ৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধামইরহাট উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ে নকল নবিসদের কলম বিরতি চলছে।
নকল নবিসদের এক দফা দাবি তাদের বেতন ভাতাদি জাতীয় বেতন স্কেলে প্রদান করতে হবে। নকল নবিসরা জানান, উপজেলার সাব-রেজিস্টার কার্যালয়ে ২৯ জন নকল নবিস চলতি বছরের জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত কোন বেতন ভাতাদি না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিদিন নকল নবিসরা তাদের কর্মস্থলে আসলেও তাদের কাজকর্ম না করে কলম বিরতি পালন করছেন। এত বালাম বই লেখা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, নকল নবিসদের কলম বিরতির ফলে গ্রাহকদেরকে আমরা দলিলের নকল সরবরাহ করতে পারছি না। এতে দলিল গ্রহিতাগণ ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা সাবরৈজিস্ট্রার শহীদুল ইসলাম বলেন, বালাম বই লেখা বন্ধ থাকলেও কার্যালয়ের অন্য কাজ আগের নিয়মে চলছে।