ধামইরহাটে পেট্রল পাম্পে বিস্ফোরণে আহত দুইজনের মৃত্যু

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

ধামইরহাট প্রতিনিধি


নওগাঁর ধামইরহাট বাজারের পূর্বপাশে আবস্থিত ন্যাশনাল ফিলিং স্টেশনে বিস্ফোরণে ঘটনায় আগুনে ঝলসে আহত মাসুম পারভেস (২৫) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মারা গেছে। জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ৮ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা গেছে ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মইশড় গ্রামের আকতার হোসেনের ছেলে মাসুম পারভেস। অপরদিকে ৭ দিন ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ধামইরহাট থেকে ঢাকাগামী মেধা এন্টার প্রাইজের বাসচালক মমিনুল ইসলাম বাবু (৪৫)। বাবু উপজেলার কোকিল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছোট ছেলে এবং দুই ছেলে সন্তানের জনক।
গত ২৬ জানুয়ারি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ধামইরহাট বাজারের ন্যাশনাল ফিলিং স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে ৮ জন আগুনে দদ্ধ হয়। তাদের মধ্যে ৩ জন এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ