মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি অপারেশনাল দল সোমবার (৪ মার্চ) রাত ১১:৩০ টায় নওগাঁ জেলার ধামইরহাট থানার নলপুকুর এলাকা হতে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত মাদক ব্যবসায়ী জাহেদুল ইসলাম (৫০) ধামুরহাটের চকচন্ডির মৃত আয়েজ উদ্দিনের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
পলাতক আসামী আইনুল ও গ্রেফতারকৃত আসামী জাহেদুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। জাহেদুল সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। আসামী জাহেদুল ও আইনুল সহযোগী হিসেবে কাজ করত বলে জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানান হয়, অভিযান পরিচালনাকালে কৌশলে আইনুল পালিয়ে যায় এবং জাহেদুল কে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে জাহেদুল এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৫০ বোতল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ আইন-গত ব্যবস্থা নিতে নওগাঁ জেলার ধামইর-হাট থানায় হস্তান্তর করা হয়েছে।