শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার এমএম ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ৮টি ভলিবল দল নিয়ে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সাংসদ শহীদুজ্জামান সরকার।
এ উপলক্ষে এক আলোচনাসভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান, পতœীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) মাগফুরুল হাসান আব্বাসী, জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান হোসেন, থানা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী প্রমুখ। উদ্বোধনী খেলায় ধামইরহাট পৌর যুবলীগ ভলিবল দল ৩-১ সেটে নওগাঁ সদর ভলিবল দলকে পরাজিত করে।