রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে ছোট ভাইকে বড় ভাই অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পরবর্তীতে ছোট ভাই সাত দিন পর উদ্ধার হয়ে থানায় বড় ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছে। আর এই মামলায় বড় ভাই ফারুক হোসেনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পঠিয়েছে পুলিশ।
ধামইরহাট থানায় অপহরণ মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার খেলনা ইউনিয়নের অন্তর্গত উদয়শ্রী গ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের ছোট ছেলে মনিরুজ্জামান মনি (২১) ধামইরহাট বাজারে আসলে আপন বড় ভাই ফারুক হোসেন তার ভাড়াটিয়া লোকজন দিয়ে মনির পথরোধ করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে নিজেকে বাঁচাতে ছোট ভাই মনিকে নওগাঁ বাসস্ট্যান্ড সংলগ্ন সুপ্রভাত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য লুকিয়ে রাখে। বিষয়টি মনির চাচা জসীম উদ্দিন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মু.রকিবুল ইসলাম বলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) ছানোয়ার হোসেনের নেতৃত্বে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে উদ্ধার করা হয়। ছোট ভাই মনিরুজ্জামান থানায় উপস্থিত হয়ে আপন বড় ভাই ফারুক হোসেনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেছে। মামলা নং-২৪। পুলিশ বৃহস্পতিবার ফারুক হোসেনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।