মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে দিনব্যাপী শিক্ষক সমাবেশ, শিক্ষা মেলা ও মিনা প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজাহার আলী মন্ডল, উপজেলা সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক আকতার বানু প্রমুখ। মেলায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগমন ঘটে।