ধামইরহাট-রংপুর রুটে বিআরটিসি বাস চালু

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি


নওগাঁর ধামইরহাট থেকে রংপুর রুটে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন বিআরটিসি’র বাস চলাচল শুরু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১টায় রংপুর বাস ডিপোর নিয়ন্ত্রণে উক্ত বাস চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

বাসটি ধামইরহাট থানার সামনে অবস্থিত কাউন্টার থেকে প্রতিদিন সকাল ৬:২০ মিনিটে রংপুর রওনা হবে এবং রংপুর থেকে সন্ধ্যা ৬:২০মিনিটে ধামইরহাটে রওনা হবে।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়ন ধামইরহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী শিপন, শ্যামলি পরিবহণের ম্যানেজার ও সাবেক কাউন্সিলর আলতাব হোসেন, আহাদ পরিবহণের ম্যানেজার আব্দুল হাই দুলাল, রিফাত পরিবহণের ম্যানেজার চঞ্চল হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা রুবেল হাসান রতন, মনছুর আলম, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, সাজিদ বিল্লাহ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ধামইরহাট থেকে রংপুর রুটে বিআরটিসি বাস দীর্ঘদিন চলাচলা বন্ধ ছিলো। বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগীতায় পূনরায় বাসটি চলাচল শুরু হয়েছে এতে করে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ যাতায়াত সুবিধা আবরো ফিরে পাবেন।