ধূমপানের কারণে টাইপ-২ ডায়াবেটিস তামাকের উৎপাদন বন্ধের সময় এসেছে

আপডেট: মে ২৫, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ

ধুমপানের কারণে ৩০ থেকে ৪০ শতাংশ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। উদ্বেগজনক এই তথ্য জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ধূমপানে আসক্ত ডায়াবেটিস রোগীদের শারীরিক জটিলতার পাশাপাশি অকাল মৃত্যুর ঝুঁকিও বেশি, যা একটি দেশের স্বাস্থ্যসেবা ও সামাজিক অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। ২২ মে রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি এমপাওয়ারমেন্ট আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান হয়। এ সংক্রান্ত প্রতিবেদন দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হয়েছে।
বলা হচ্ছে- ডায়াবেটিসে আক্রান্ত প্রাপ্তবয়স্কদের সংখ্যার দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ ১০টি দেশের একটি। দেশে দিন দিন ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। বাংলাদেশে ২০২১ সালে ৩১ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। ২০৪৫ সালের মধ্যে এ সংখ্যা প্রায় দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ধূমপানের ক্ষতি সম্পর্কে এখন সচেতন না হলে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ চ্যালেঞ্জ হবে।
ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তা জেনেও মানেন না অনেকেই। ধূমপানের কারণে ক্যানসার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ, ডায়াবেটিস ও দীর্ঘস্থায়ী অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিসি (সিওপিডি)সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।
এটি যক্ষ্মা এবং চোখের রোগের ঝুঁকিও বাড়ায়। ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, ঠিক তেমনই যারা এর সংস্পর্শে আসে তাদের জন্যও ক্ষতিকর।
২০২২ সালে প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী প্রায় ৭ মিলিয়ন ব্যক্তি ধূমপানের কারণে বিভিন্ন অসুখে ভোগেন। আরও ১.২ মিলিয়ন মানুষ পরোক্ষ ধূমপানের কারণে বিভিন্ন সমস্যায় ভোগেন।
বিশেষজ্ঞদের মতে পাঁচটি বিষয় মাথায় রেখে ধুমপায়ীদের দ্রুত ধূমপান ছেড়ে দেয়া উচিৎ সিদ্ধান্ত হবে। ধূমপান সরাসরি ফুসফুসকে প্রভাবিত করে; যাদের হাঁপানি আছে তাদের জন্য ধূমপান অত্যধিক ক্ষতিকর; প্রজনন স্বাস্থ্যেরও ক্ষতি করে ধূমপান। তামাক সেবন গর্ভাবস্থায় ও সন্তান ধারণের সমস্যা বাড়ায়। গর্ভাবস্থায় তামাকের ব্যবহার শিশুর ফুসফুস ও মস্তিষ্কের ক্ষতি করে; ধূমপানের কারণে শরীরে প্রদাহ হয়, ফলে স্বাদ ও গন্ধের রিসেপ্টর ফুলে যায় এবং যখন কেউ ধূমপান করে তখন হৃৎপি-, ফুসফুস ও পেশি কম অক্সিজেন পায়। এ ছাড়াও ধূমপানের প্রভাব শুধু ধূমপায়ীদেরই নয় পরোক্ষ ধূমপায়ীদের উপরও প্রভাব ফেলে।
বাংলাদেশে ধূমপানবিরোধী আন্দোলন চলমান আছে। নানা দাবি ও সুপারিশ তুলে ধরা হচ্ছে। তারপরও ধূমপানের প্রবণতা থেমে নেই। বাংলাদেশে তামাকের চাষও বন্ধ নেই। ধূমপানের মূল অনুসঙ্গ তামাক চাষের বৈধতা থাকলে ধূমপানের বৈধতাও থেকে যায়। জনস্বাস্থের ওপর ধূমপানের মারাত্মক প্রভাব নিরসনে তামাক উৎপাদন বন্ধের অন্য কোনো বিকল্প আছে বলে মনে হয় না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া সময়ের দাবি।