রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ধেয়ে আসছে বিরাট আকারের গ্রহাণু। ফলে নতুন করে চিন্তার কথা শোনা গেল নাসার বিজ্ঞানীদের মুখে।
নাসার পক্ষ থেকে বলা হয়েছে একটি বিরাট আকারের গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে এটি আকারে অতি বড়। এই গ্রহাণুটি ৩৭০ ফুট চওড়া। এর নাম ২০২৩ কেইউ। এটি পৃথিবীর দিকে প্রতি ঘন্টায় ৬৪ হাজার কিলোমিটার বেগে ছুটে আসছে।
এককথায় বলতে হলে এই গ্রহাণুটির আকার প্রায় একটি ৩৫ তলা বাড়ির সমান। এটি অতি ঝড়ের বেগে শুক্রবার পৃথিবীর ধার দিয়ে চলে যাবে। যে গতিতে এটি পৃথিবীর ধার দিয়ে যাবে তাতে বেশ খানিকটা হলেও চিন্তায় পড়েছেন নাসার বিজ্ঞানীরা। তারা মনে করছেন যদি শেষবেলায় গতি বাড়িয়ে বা নিজের কক্ষপথ পরিবর্তন করে যদি এটি পৃথিবীতে আঘাত করে তাহলে সেটি হবে অতি ভয়ঙ্কর।
শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিল রাত ৯ টা বেজে ৫ মিনিটে পৃথিবীর ধার দিয়ে চলে যাবে এই বিরাট আকারের গ্রহাণুটি। পৃথিবী থেকে ১ মিলিয়ন দূর থেকে চলে যাবে এই গ্রহাণুটি। তবে যে গতিতে এটি যাবে সেখানে কিছুটা হলেও পৃথিবীর অভিকর্ষ বলের এর প্রভাব থাকবে বলেই মনে করছে নাসার বিজ্ঞানীরা।
এই ধরনের গ্রহাণুগুলি সূর্যের একটি অংশ। এগুলি সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে ছায়াপথে ঘুরতে থাকে। সেখান থেকে এরা বিভিন্ন গ্রহের সামনে চলে আসতে পারে। পাশাপাশি সেই গ্রহের ওপরেও আছড়ে পড়তে পারে। যদি পৃথিবীতে এটি আঘাত করত তাহলে এটি একটি পরমাণু বোমার সমান ক্ষতি করতে পারত। প্রচুর শহরকে ধুলোর মতো করে উড়িয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই ধরণের গ্রহাণু।
কোন ক্ষমতাবলে পৃথিবী এই ধরণের গ্রহাণু থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছ। যদি এই প্রশ্ন নাসাকে করা হয় তাহলে তারা জবাব দেবে পৃথিবীর একটি শক্তি রয়েছে যা তার বাইরের যেকোনও গ্রহাণুকে বিপরীতদিকে ঠেলে দিতে সক্ষম হয়। এরফলে সহজে পৃথিবীর দিকে তারা আসতে চেয়েও আসতে পারে না।
তথ্যসূত্র: আজকাল অনলাইন