মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা :আমের রাজ্য হিসেবে খ্যাত নওগাঁর বরেন্দ্র এলাকার পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় মাঘের মাঝেই ফুটেছে আমের মুকুল। বসন্তের ছোঁয়া লেগেছে যেনো তরুণ-তরুণীদের হৃদয়ে। আকাশে-বাতাসে বইছে প্রকৃতির মাতাল করা সুঘ্রাণ…! প্রকৃতিপ্রেমিরা তা মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করছেন। বলছেন, ফাগুন আসতে আরো কিছু দিন দেরি। তবুও আমের বাগানে ফুটেছে আম্রপালি আমের মুকুল। অসময়ে আমের মুকুল দেখতে মানুষ ভীড় করছে। অনেকেই বলছেন, মৌসুমের আগেই ফুটেছে মুকুল।
বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, ‘চলতি মৌসুমে প্রাকৃতিক ভাবে আগাম আমের মুকুল কিছু গাছে আসতে শুরু করেছে। এতে অনেকেই আশ্চর্য হচ্ছেন। তবে এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। ঋতু পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। এটিই স্বাভাবিক বিষয়।’ বাগান মালিকেরা আরও বলছেন, ‘আগাম আমের মুকুল আসলেই যে, আগে আম ধরবে বা আমের ফলন বেশি হবে তা নয়। অনেক সময় আগাম মুকুল আসলেও গুটির পর তা ঝরে যায়। তাই এ নিয়ে আমাদের আনন্দের কিছুই নেই।’
এ বিষয়ে পত্নীতলা উপজেলা কৃষি অফিসার (অতিরিক্ত) মোহাইমিনুল ইসলাম বলেন, ‘আমের মুকুল ফোটার বিষয়টি শতভাগ নির্ভর করে আবহাওয়ার উপরে। আবহাওয়া অনুকূলে এলেই মুকুল ফুটবে। এতে অবাক হওয়ার কিছুই নেই।’