নওগাঁয় এতিম শিশুদের মাঝে ইদ উপহার বিতরণ

আপডেট: মার্চ ২৪, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁ সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নওগাঁ লেডিস ক্লাবের পক্ষ থেকে শিশু পল্লীর শিশুদের (মেয়ে) মাঝে প্রধান অতিথি হিসেবে এই ইদ উপহার প্রতিটি শিশুদের হাতে তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মিণী তাহমিনা আলম।

উপহার বিতরণ শেষে শিশু পল্লীর সকল শিশু ও অন্যান্যের সঙ্গে ইফতার করেন অতিথিরা। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, উপপরিচালক (স্থানীয় সরকার) টিএমএ মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাদিয়া আফরিন, এএইচ ইরফন উদ্দিন আহমেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, লেডিস ক্লাবের অন্যান্য সদস্য, শিশু পল্লীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি বলেন, ইদ মানেই নতুন পোশাক। নতুন পোশাক ছাড়া ইদের উৎসব পরিপূর্ণতা পায় না। বিশেষ করে শিশুদের জন্য ইদের নতুন পোষাক পাওয়ার কোন বিকল্প নেই। পল্লীর এতিম শিশুরা যেন ইদের সেই নতুন পোষাক পাওয়ার আনন্দ থেকে বঞ্চিত না হয় সেই জন্য এমন উপহার প্রদান করা।

এমন উপহার এই এতিম শিশুদের মাঝে ইদের আনন্দে নতুন এক মাত্রা যোগ করবে। শুধু সরকারের পক্ষ থেকেই নয় সমাজের সামর্থবানদের এতিম শিশুদের পাশে সাধ্যমতো সহযোগিতা নিয়ে এগিয়ে আসার প্রতি তিনি আহ্বান জানান। লেডিস ক্লাবের পক্ষ থেকে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।

 

Exit mobile version