নওগাঁয় এসএমএপি প্রকল্পের বিএম সভা

আপডেট: নভেম্বর ২৪, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় বে-সরকারি উন্নয়ন সংস্থা আশার বিএম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ নভেম্বর) শহরের ডানা পার্কে তিনটি ব্যাচে জেলার ৬০জন ম্যানেজারদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।

এসএমএপি প্রকল্পভুক্ত জেলায় টিএসএস পরিকল্পনা বাস্তবায়নে আয়োজিত সভায় আশার নওগাঁর ডিস্ট্রিক্ট ম্যানেজার টি এম আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার আবু খালেদ রাজু, আশার কৃষি বিভাগের সিনিয়র রিজনাল ম্যানেজার মোহাম্মদ সাইফুদ্দিনের প্রমুখ।

এসময় ম্যানেজারদের কৃষি বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন তথ্য প্রদান করা হয়। সেই তথ্যগুলো মাঠ পর্যায়ে আশার সদস্যদের মাঝে পৌঁছে দিয়ে প্রতিটি বাড়ির উঠান কিংবা পরিত্যাক্ত জায়গায় ফসল চাষে গৃহিণীদের উদ্বুদ্ধ করার প্রতি তাগিদ প্রদান করা হয়।