নওগাঁয় গুণিজন সম্মাননা প্রদান

আপডেট: জুন ৮, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:


নওগাঁ সদর উপজেলায় মৌসুমী কৈশোর কর্মসূচি আয়োজিত গুণিজন সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে মৌসুমী’র প্রধান কার্যালয়ে সৌসুমী’র উপনির্বাহী পরিচালক এরফান আলীর সভাপতিত্বে ও মৌসুমী কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক।

অনুষ্ঠানে জনবান্ধব কর্মকর্তা হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার এস. এম রবিন শীষ, মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, শিক্ষা ও নৈতিকতায় নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোছা. রেশমা পারভীন, সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় তেতুলিয়া কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখায় অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাবেয়া খাতুন বেলি, কৈশোর কর্মসূচির বিভিন্ন প্রোগ্রামে সহযোগিতা করায় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কৈশোর কর্মসূচির প্রতিবেদন প্রকাশে অবদান রাখায় সাংবাদিক মো. আব্দুর রউফ রিপন, কবিতা ও সমাজসেবায় অবদান রাখায় কবি রফিকুদ্দৌলা রাব্বি ও উপস্থাপনায় সাদিয়া রশ্নি সূচনাকে গুণিজন সম্মাননা প্রদান করা হয়।