সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সনি এর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত শেষে ফটো সেশনে খেলোয়াড়রা
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বদলগাছী উপজেলা মেয়ে ফুটবল টিম ফাইনালে উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় জেলা স্টেডিয়াম মাঠে বদলগাছী উপজেলা বনাম মহাদেবপুর উপজেলা মেয়ে ফুটবল টিম সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বদলগাছী উপজেলা মহিলা ফুটবল টিম মহাদেবপুর উপজেলা মেয়ে ফুটবল টিমকে ১-০ গোলে পরাজিত করে। এই দল আগামী ২৩ জানুয়ারি ধামুইরহাট উপজেলার সাথে ফাইনাল প্রতিযোগিতায় মুখমুখি হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ২টায় সেমিফাইনাল খেলায় উত্তীর্ণ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান সনি এর সঙ্গে সৌজন্য স্বাক্ষাত শেষে ফটো সেশনে মিলিত হয়। নিলা পাহান ১ গোল করে বদলগাছীকে ফাইনালে এগিয়ে নেয়। টিম লিডার সুচনা পাহান জানায় আমাদের পিছনের ভুলগুলি সংশোধন করে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হওয়ার আশাবাদ ব্যক্ত করে।