রবিবার, ১৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টায় রাজশাহীর মোহনপুর থানার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে নওগাঁর নিয়ামতপুর থানায় একই সাথে দুই ভাইকে হত্যা মামলার আসামী শরীফুল ইসলাম (৪৫)কে গ্রেফতার করেছে। ধুত আসামী নিয়ামতপুর থানার বুধুরিয়ার (ডাঙ্গাপাড়া) মৃত তাছের আলীর ছেলে। এ সময় আসামীর কাছ থেকে মোবাইল ফোন ১টি, সিমকার্ড ১ টি উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৯ এপ্রিল ২০২৫ নওগাঁর নিয়ামতপুর থানার বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামের বাড়ির ভিটায় মেহগনি গাছ কাটাকে কেন্দ্র করে নিহত ভিকটিম শরীফুল ইসলাম ও আজিজুল হকের পরিবারের সাথে এজাহারে বর্ণিত বিবাদিগণের সাথে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি হয়।
১০ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে নিয়ামতপুর থানার চন্দননগর ইউনিয়নের অন্তর্গত বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামস্থ চা দোকানের সামনে নিহত ভিকটিমদ্বয় পৌছালে এজাহারে বর্ণিত আসামীগণ দলবদ্ধ হয়ে দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ঘটনাস্থলে শরীফুল ইসলাম নিহত হয় এবং তার ভাই আজিজুল হককে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়।
হত্যা ঘটনায় নিয়ামতপুর থানায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে ৬১ জন এজাহারনামীয় এবং ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।
উক্ত ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।