বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার বক্তারপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র্যাব-৫ এর একটি দল। সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (৩১ জানুয়ারি) রাত আনুমান ১১টার দিকে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনাকালীন অজ্ঞাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী র্যাবের উপস্থিতি টের পেয়ে চাকলা হতে শ্যামপুর রাস্তার মধ্যস্থলে রাস্তার পাশে আলুর খেতে তিনটি ওয়ান শুটারগান ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় তিনটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত তিনটি ওয়ান শুটারগান নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে র্যাব-৫।