নওগাঁয় পুরস্কার বিতরণ

আপডেট: জুন ১৫, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁ সদর উপজেলার চুনিয়াগাড়ি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে চুনিয়াগাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার মো: আলমগীর কবির বাবুর সভাপতিত্বে ও চন্ডিপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয় প্রত্যাশী মো: জাহিদুল ইসলাম ধলু।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউল আজম (ভিপি রানা) প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, জেলা, সদর উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা বিএনপির আয়োজনে ১৩জুলাই ২০২৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা তুলে ধরে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি আগামীর সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার লক্ষ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের প্রতিক ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এছাড়া উপজেলার কোথাও কোন চাঁদাবাজি, হয়রানী, রাহাজানিসহ যে কোন প্রকারের অপ্রীতিকর কোন ঘটনা ঘটলে জড়িতদের আটক করে আইনের আশ্রয়ে সোপর্দ করার অনুরোধ জানান। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে এই অঞ্চলের অবহেলিত গ্রামীণ জনপথের আধুনিকায়নের কাজ গুরুত্বসহকারে সম্পন্ন করার আশ^াস প্রদান করেন তিনি। পরে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং এলাকার যুবক ও বিভিন্ন প্রতিষ্ঠানে ফুটবল সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র এলাকার কয়েক হাজার নারীসহ অসংখ্য মানুষ উপস্থিত হয়ে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ