নওগাঁয় বিজ্ঞান মেলা ও আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: অক্টোবর ৩, ২০২৪, ৮:৫৩ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বিজ্ঞান মেলা ও আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।



‘বিজ্ঞানের চেতনায় আগামীর সূচনা’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় ৬১টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে শিক্ষার্থীরা। পরে ‘ঘন ঘন শিক্ষা পদ্ধতির পরিবর্তন শিক্ষার উন্নয়নে প্রধান বাধা’ এ বিষয়ের ওপর আন্ত: শ্রেণি বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় প্রতিষ্ঠানটির নবম শ্রেণির বিতার্কিক দল এবং রানার আপ হয় দশম শ্রেণির বিতার্কিক দল।

নওগাঁ বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শরিফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজা খাতুন, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।