রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: দেশে এই প্রথম নওগাঁয় শুরু হলো মানসম্মত স্কুল প্রশিকা বিদ্যানিকেতন। পাইলট প্রোগ্রাম হিসেবে শুরু করা বিদ্যানিকেতনটি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি শিশুদের ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মানসম্মত এই কার্যক্রম হাতে নিয়েছে।
এটা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যা শিশুর শারীরিক, মানসিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগ অনুভূতির বিকাশ সাধন করবে এবং তাদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল করবে। একইসাথে শিশুর সম্ভাবনাময় দক্ষতাকে বিকশিত করে প্রত্যয়ী হয়ে উঠতে সহায়তা করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সামগ্রিক শিক্ষার বুনিয়াদ হল প্রাথমিক শিক্ষা। বুদ্ধিবৃত্তিক বিকাশ ও মানবিক গুনসম্পন্ন একজন আদর্শবান মানুষ হয়ে শিশুকে ভবিষ্যতের দক্ষ মানবসম্পদে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রশিকা বিদ্যানিকেতন। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নীতি নির্ধারকদের ঐকান্তিক প্রচেষ্টায় নওগাঁ হেরায় শুরু হলো প্রশিকার প্রথম প্রাথমিক স্কুল।
নওগাঁয় গড়ে ওঠা বিভিন্ন কেজি স্কুলের মাঝে এমন একটি পদক্ষেপের ধারাবাহিকতা রক্ষা করতে পারলে এক সময় দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাঝে এক শক্তিশালী জায়গা করে নিবে প্রশিকা বিদ্যানিকেতন এমনটিই আশা করছেন সচেতন মহল। বর্তমানে ১৪০জন শিক্ষার্থী প্রশিকার এই বিদ্যানিকেতনে প্লে থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠ গ্রহণ করছে।
অভিভাবক রোকেয়া, হাসনাহেনাসহ অনেকেই জানান, কোলাহলমুক্ত নিরিবিলি ও ছিমছাম পরিবেশে আধুনিক মানের স্কুলের ভবনসহ শিক্ষার অন্যান্য আনুষ্ঠিকতা অভিভাবকদের মন কাড়ছে। বিশেষ করে প্রতিটি শ্রেণিকক্ষে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা বসার আসন, রঙিন, আনন্দময় ও আকর্ষণীয় পরিবেশে পাঠদান এবং অভিভাবকদের জন্যও আলাদা অপেক্ষাগার আরো লোভনীয় করে তুলেছে বিদ্যানিকেতনটিকে। আমরা আশাবাদি আগামীতেও প্রশিকা তার ধারাবাহিকতা ও উদ্দেশ্যকে বজায় রেখে পথচলবে।
প্রশিকার নওগাঁ-বগুড়া-রাজশাহী জোনের বিভাগীয় ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন জানান, প্রশিকা নতুন করে নতুন উদ্যোমে তাদের কার্যক্রম শুরু করেছে। নতুন ভাবে দেশ ও দেশের মানুষের জন্য উল্লেখ্যযোগ্য সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রেখে চলেছে প্রশিকা। বিশেষ করে শিশুদের মাঝে মানসম্মত শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যেই ২০২৪ সাল থেকে পাইলট কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর চকবাড়িয়ায় প্রশিকার নিজস্ব ভবনে সম্পূর্ণ নতুন ভাবে চালু করেছে প্রশিকা বিদ্যানিকেতন।
তিনি আরো জানান, বিশেষ করে আধুনিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দ্বারা বিজ্ঞানভিত্তিক এই মাল্টিমিডিয়া স্কুলটি চালু করা হয়েছে। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করা হয় বলে বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের আলাদা করে কোনো প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। দুর্বল শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের জন্য আলাদা ক্লাস নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে যাতে সকলে সমান তালে চলতে পারে।
এছাড়া গ্রুপভিত্তিক আলোচনা করা হয়- যাতে সকলের ভিতর সৃষ্টিশীল মনোভাব গড়ে ওঠে। বিশেষ করে মনোরম ও নির্মল প্রাকৃতিক পরিবেশে আগামীর প্রজন্মদের সুস্থধারার একটি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে গড়ে তুলতে সহযোগিতা করতেই মূলতঃ এমন পদক্ষেপ গ্রহণ করেছে প্রশিকা। যদি এই পাইলট কর্মসূচিতে ভালো ফলাফল অর্জিক হয় এবং অভিভাবকদের কাছ থেকে ভালো ও পজেটিভ সাড়া মিলে তাহলে আগামীতে দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানা।