নওগাঁয় সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে দুদক

আপডেট: মার্চ ৬, ২০২৪, ১:২৫ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:‘নওগাঁর ইউএনও কার্যালয়ে নেই সেবা, আছে ঘুষ বাণিজ্য’ এই শিরোনামে গত ১৭ ফেব্রুয়ারি দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে দুদকের মহাপরিচালক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জেলা প্রশাসনকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

অফিস আদেশ থেকে জানা যায় যে, জনাব রেজাউল করিম, অফিস সহকারী-কাম-মুদ্রাক্ষরিক, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, রাণীনগর, নওগাঁ-এর বিরুদ্ধে ভূমি সংক্রান্ত বিভিন্ন অভিযোগের ফাইল আটকিয়ে ঘুস দাবিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ। উপর্যুক্ত বিষয়ে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার এনফোর্সমেন্ট ইউনিট প্রাপ্ত একটি অবিযোগ অবগতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন বরাবর প্রেরণ করা হলো।

এই আদেশের প্রেক্ষিতে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা চলতি মাসের ০৩তারিখে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশীষ কুমার বসুকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব অর্পন করেন।
এই বিষয়ে সহকারী কমিশনার আশীষ কুমার বসু প্রতিবেদককে মুঠোফোনে জানান, প্রকাশিত সংবাদে উল্লেখিত ভুক্তভোগীদের সাক্ষাতকার গ্রহণ সাপেক্ষে বিষয়টি তদন্ত করা হবে। তদন্ত শেষে প্রতিবেদন দুদকে প্রেরণ করবো। পরবর্তি পদক্ষেপ দুদক গ্রহণ করবে।#