নওগাঁয় হিজড়াদের সাথে মতবিনিময়

আপডেট: মার্চ ১৫, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ‘আমরাও মানুষ, আমাদের আশা সুস্থ, সুন্দর মানুষের মতো বাঁচার আশা’- এই প্রতিপাদ্য সামনে রেখে হিজড়াদের নিয়ে ২০০৩ সাল থেকে কাজ করছে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন। সরকা

রি-বেসরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের এসসিজি প্রকল্প সম্পর্কে অবহিত করা এবং উপকারভোগীদের বিভিন্ন সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে ২০ মাসের প্রকল্পটি বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) সহযোগিতায় রাজশাহীর পবা উপজেলার নওহাঁটার বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠন রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বাস্তবায়ন করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় নওগাঁয় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার বিজলীর সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী আখতারুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।

এছাড়া সমাজসেবা, সমবায়, নির্বাচন ও প্রাথমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন এনজিও কর্মী, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী, হিজড়া ও অন্যান্য শ্রেণিপেশার ব্যক্তি সভায় অংশ নেন। সভায় সরকারি কর্মকর্তাদের কাছে হিজড়ারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তাদের জন্য সরকারের সেবা নকার্যক্রস বিষয়ে আলোচনা হয়।

এসময় বক্তারা বলেন, ২০১৪ সালে হিজড়া জনগোষ্ঠীকে লিঙ্গ হিসাবে সরকার স্বীকৃতি দেয়। এরপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পিছিয়ে পড়া হিজড়া সম্প্রদায়কে সমাজের মূলধারায় যুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।