নওগাঁর চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আপডেট: মে ১০, ২০২৪, ৫:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কর্তৃক শুক্রবার (১০ মে) সকাল ৭ টায় নওগাঁর বদলগাছী থানার উত্তর কাষ্টগাড়ী এলাকা হতে ১৬ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায় কে গ্রেফতার করেছে।

ধৃতরা হলো- জয়পুরহাট সদর থানার কদমগাছির সবির উদ্দিন মণ্ডলের ছেলে হারুনুর রশিদ (৩০) এবং বদলগাছি থানার কাষ্টগাড়ীর রকিব শাহ’র ছেলে রায়হান হোসেন (২২)। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানান হয়, গ্রেফতারকৃত আসামী হারুন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে রায়হান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ