নওগাঁর পত্নীতলায় ৪ মাদকসেবির জেল-জরিমানা

আপডেট: ডিসেম্বর ৪, ২০২৪, ৮:৩৮ অপরাহ্ণ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার মাদকসেবির জেল-জরিমানা আদায় এবং ওষুধ ও কসমেটিক দোকানীর কাছে ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উক্ত অভিযান চালিয়ে ওই রাতেই এ জেল-জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আজিজুল কবির জানান, ‘পত্নীতলা উপজেলার কাশিপুর এর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ ০২ টি মামলায় ২ জনের প্রত্যেককে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আরো ০২ টি মামলায় ১ জনকে ২ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং অন্য একজনকে ০১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

তিনি আরও জানান, ‘এছাড়াও উপজেলা সদর নজিপুর পৌর এলাকার চকনিরখীন বাজার) ঠুকনিপাড়া মোড়ে) ওষুধের দোকানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এ ০২ টি মামলায় ০২ জনকে মোট ২০,০০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়েছে।’