নওগাঁর প্রভাবশালী দুই ইউপি চেয়ারম্যান আটক

আপডেট: নভেম্বর ১২, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ

নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় আ’লীগের দুইজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। আটকৃতরা হলো সদর উপজেলার ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেলকে (৪৭) রাণীনগর উপজেলার লক্ষ্মিপুর গ্রাম এবং আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফাকে (৪৮) নিজ গ্রামের পার্শ্ববর্তি বাড়ি হতে আটক করে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

সূত্রে জানা, অর্থের বিনিময়ে হাঠৎ রাজনীতিতে আগমন ঘঠে রুবেলের। তৎকালীন সাংসদের বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হওয়ায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগের নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে ইউনিয়ন জুড়ে গড়ে তোলেন নিজের একক আধিপত্য। স্বজনপ্রীতির মাধ্যমে নিজস্ব লোক দিয়ে ইউনিয়নের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড নামেমাত্র শেষ করে অর্থ লোপাট করেছেন। কোন কাজই তিনি অর্থ ছাড়া করতেন না। ইউনিয়নের সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করতেন সদস্যদের।

পেশীবলের দ্বারা তুলসীগঙ্গা নদী খননের সরকারি মাটি ইউনিয়ন আ’লীগের নামে হরিলুট করেছেন। ২০২২ সালে গাংজোয়ার উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি থাকাকালীন প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, ল্যাব সহকারি, আয়া, নিরাপত্তা প্রহরি ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের মাধ্যমে হাতিয়েছেন প্রায় অর্ধকোটি টাকা। তার বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলেই করেছেন হয়রানি। বৈষম্য বিরোধী আন্দোলনের পর রুবেলের বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে রুবেল লাপাত্তা হয়ে যান ফলে নিয়মিত পরিষদে না আসার কারণে চরম ভাবে ব্যাহত হয়ে পড়ে পরিষদের জরুরী নানা কর্মকান্ড।

জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি আব্দুল মান্নান জানান, পুলিশ সুপার স্যার কুতুব উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপনে থাকা চেয়ারম্যান খুরশিদ আলম রুবেলকে জেলার রাণীনগর উপজেলায় তার মামার বাড়ি লক্ষ্মিপুর গ্রাম থেকে আটক করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সোমবার রুবেল ও তোফাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান চেয়ারম্যান রুবেলকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদনও করা হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে রুবেলের কাছ থেকে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান ওসি।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ