নওগাঁর রাণীনগরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: নভেম্বর ২৩, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে রিন্টু সাহা নামের এক মাদক ব্যবসায়ীকে ৫৬ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করেছে।  গ্রেফতারকৃত রিন্টু উপজেলার পূর্ববালুভরা গ্রামের ময়েজ উদ্দীনের ছেলে। রিন্টুকে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে করাগারে পাঠান হয়েছে।  পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে রেন্টুকে উপজেলার শের এ বাংলা মহাবিদ্যালয় কলেজ মাঠ থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫৬ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।