শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নওগাঁর হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় পলাতক আসামি রফিককে (৩৭) গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। রোববার (১০ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার ঢাকা রোড পূর্বমাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এতথ্য জানানো হয়। রফিক নওগাঁ সদর উপজেলার সাহাপুর মাস্টারপাড়া এলাকার আব্দুস ছাত্তার (ছাতু মেম্বারের ছেলে)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ নভেম্বর রাতে নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় জমি দখলের চেষ্টা করে রফিকরা। এ ঘটনায় তাদের হামলায় আহত হন আব্দুল মজিদসহ তার দুই ভাই কাবিল হোসেন (৩০) ও শফিকুল ইসলাম (৪৮)। ভিকটিমদের ভাই বাদী হয়ে নওগাঁ জেলার সদর থানায় একটি অস্ত্র মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
নওগাঁ জেলার সদর থানায় মামলা দায়েরের পর র্যাব-৫, সিপিসি-৩ এবং র্যাব-১২, সিপিএসসি এর একটি আভিযানিক দল আসামি রফিককে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।