নওগাঁয় অসহায়-দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ১১, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ণ


আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় প্রধানমন্ত্রীর আহবানে বেসরকারি অর্থায়নে চলতি শীত মৌসুমে শীতার্ত গরিব ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক গোলাম মওলা। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক পিএলসির পরিচালক বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস রেজা তুহিন প্রমুখ।

এসময় শীতার্ত এতিম, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, দুস্থ, অসহায় এবং হোটেল-রেস্তোরাঁর শ্রমিকসহ এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় দেশের অসহায় মানুষদের পাশে সাধ্যমতো পাশে দাঁড়ানোর প্রতি আহবান জানান।
যমুনা ব্যাংক এর আর্থিক সহযোগিতায় জেলা প্রশাসন নওগাঁর আয়োজনে এবং উপজেলা প্রশাসন নওগাঁ সদরের সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ