শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর প্রয়াত মুক্তিযোদ্ধা নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক শামছুল হকের মুক্তিযোদ্ধা ভাতার সমুদয় অর্থ অনুদান হিসেবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রয়াত মুক্তিযোদ্ধা শামছুল হকের স্ত্রী সাবেক সাংসদ শাহিন মনোয়ারা হক আনুষ্ঠানিকভাবে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ অর্থ বিতরণ করেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডার হারুন-অল-রশিদ। এসময় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা কমান্ডার গোলাম সামদানী এবং প্রয়াত শামসুল আলমের ছেলে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোকতারুল হক সজিব, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক তছির উদ্দিন, সদস্য মহিবুল রহমান, জেলা সেচ্ছা সেবকলীগের নূর-এ আলম পিন্টু। অনুষ্ঠানে জেলার ৩০ জন মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিতরণ করা হয়।