নওগাঁয় আওয়ামী লীগের বর্ধিত সভা

আপডেট: ডিসেম্বর ১৩, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনিষ্ঠত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাংসদ আবদুল মালেক।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাংসদ বাবু সাধন চন্দ্র মজুমদার। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি একিউএম ওয়াহেদুজ্জামান খান বাদশা, কাজী রেজাউল ইসলাম, শাহিন মনোয়ারা হক, যুগ্মসম্পাদক জাতীয় সংসদের হুইপ অ্যাড. শহিদুজ্জামান সরকার বাবলু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপপ্রচার সম্পাদক রনজিত সরকার, দফতর সম্পাদক আমিনুল করিম তরফদার সাবু, উপদফতর সম্পাদক আবদুল লতিফ বকুল, অর্থসম্পাদক আবদুল খালেক, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর শরিফুল ইসলাম খান, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম ব্রহানী সুলতান মামুদ গামা, জেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক শাহনাজ মালেক প্রমুখ।