মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ চামড়া ব্যবসায়ী গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১১টায় স্থানীয় শাহিন কমিউনিটি সেন্টারে বার্ষিক এ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আবদুল মালেক।
চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি মো. মোমতাজ হোসেনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।
সভায় জেলার ১১টি উপজেলা থেকে চামড়া ব্যবসায়ীরা অংশ নেয়। সভায় প্রয়াত চামড়া ব্যবসায়ী সদস্যর স্ত্রীদের মাঝে আর্থিক সহায়তার নগদ টাকা প্রদান করেন প্রধান অতিথি। সভায় বিগত দিনের আয় ব্যয়সহ আগামী দিনের নানা কর্মপরিকল্পনা সদস্যদের মাঝে তুলে ধরেন সংস্থার সভাপতি মোমতাজ হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।