নওগাঁয় ছয় শতাধিক শীতবস্ত্র বিতরণ

আপডেট: জানুয়ারি ৩০, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) নওগাঁ শাখার আয়োজনে ছয় শতাধিক অসহায় দুঃস্থ শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে শহরের নওযোয়ান মাঠে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড নওগাঁর শাখার ভাইস প্রেসিডেন্ট মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি বকু। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ চেম্বারের পরিচালক অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান টুনু। এছাড়াও অন্যদের মধ্যে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেড নওগাঁ শাখার ব্যাংক কর্মকর্তা হারুন উর রশিদ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ