বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি:
“আর্তমানবতার সেবায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় শতাধিক টমটম-অটোরিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর পক্ষ থেকে গরীব ও অসহায় শ্রমিকদের জন্য শীতবস্ত্র প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গনে সেই শীতবস্ত্রগুলো (কম্বল) জেলা যুবলীগের সাধারন সম্পাদক শ্রী বিমান কুমার রায়ের নেতৃত্বে শতাধিক শ্রমিকদের মাঝে বিতরন করা হয়।
এসময় জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত চিলেন। এসময় বিমান কুমার রায় বলেন করোনা মহামারির শুরুতেই যখন সবকিছু স্থবির হয়ে পড়েছিলো যখন শ্রমিকদের অভাবে কৃষকরা তাদের ধান কাটতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রীর নির্দেশনায় জেলা ও উপজেলা
পর্যায়ের যুবলীগের কর্মীরা মাঠে মাঠে গিয়ে কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে দিয়েছে। প্রতিটি প্রাকৃতিক দুর্যোগের সময় যুবলীগের কর্মীরা দেশবাসীর পাশে আগেও ছিলো বর্তমানেও আছে এবং আগামীতেও থাকবে।