নওগাঁয় তিন ক্লিনিকে ৯ লাখ টাকা জরিমানা

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় পৃথক অভিযানে তিন ক্লিনিকের মালিককে ৯ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্র্যাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে শহরের উত্তরা ক্লিনিক, প্রাইম ল্যাব অ্যান্ড হস্পিটাল ও বলাকা ক্লিনিকে এ জরিমানা করা হয়।
র‌্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্টেট ও আইন কর্মকর্তা সারওয়ার আলম মেয়াদ উত্তীর্ন ওষুধসহ নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে উত্তরা ক্লিনিকের মালিকের ২ লাখ টাকা, প্রাইম ল্যাব অ্যান্ড হসপিটালের মালিকের ৬ লাখ টাকা ও বলাকা ক্লিনিকের মালিকের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন র‌্যাব ৫ এর জয়পুরহাট ক্যাম্পের ইনচার্জ মেজর আরাফাত, নওগাঁ সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শরিফুল ইসলাম, র‌্যাব ৫ এর মেজর আরাফাত হোসেন।