নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ৫

আপডেট: জানুয়ারি ৪, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
নওগাঁ মহাদেবপুর সড়কের নওহাটামোড় থেকে সরস্বতীপুর বাজারের মাঝামাঝি আসাদ আলীর চাল কলের সামনে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মহাদেবপুর থেকে নওগাঁ দিকে আসা বালুবাহী ট্রাক (চট্রগ্রাম-ন ৪৪৪৬) ও নওগাঁ থেকে মহাদেবপুরের দিকে আসা একটি খালি ট্রাকের (ফেনি-ট ১১-০০১৮) মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে দুইটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে সাথে সাথে নওহাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানিয়দের সহযোগিতায় চালকসহ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। তাক্ষণিকভাবে আহতদের নাম বা ঠিকানা জানাতে পারে নি পুলিশ। তবে স্থানীয়রা আহত ৫ জনের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানিয়েছেন। তারা হলেন, বালুবাহী ট্রাকের মালিকের ছেলে ও ট্রাক চালক মহাদেবপুর উপজেলার বাগাচারা গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), হেলপার শুভ (১৯) ও লেবার মানিক (৩৬)। সড়ক দুর্ঘটনার পর ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে সড়কের দুই পাশে যাত্রিবাহী বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়েন জনসাধারণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ