নওগাঁয় নকল নবিশদের আবস্থান ধর্মঘট

আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৬, ১২:০২ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


সাব-রেজিস্ট্র্রি অফিসের নকল নবিশদের জাতীয় স্কেলে বেতনভুক্ত ও বকেয়া পারিশ্রমিক পরিশোধের দাবিতে নওগাঁয় কলমবিরতি, কর্মবিরতি, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও আবস্থান ধর্মঘট করেছে বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখা।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা সাব-রেজিস্ট্র্রি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ ও আবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। পূর্ব ঘোষিত আন্দোলনের অংশ হিসেবে বাংলাদেশ নকল নবিশ অ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজহারুল আলম, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, প্রচার সম্পাদক গোলাম সামদানী প্রমুখ। এসময় জেলার ১১টি উপজেলার সকল রেজিস্ট্র্রি অফিসের নকল নবিশ অংশগ্রহণ করেন। বক্তরা ১৯৭৩ সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার বাস্তবায়ন ও ১৯৮৪ সালের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সনাগ্রহ সমর্থনের বাস্তবায়ন চেয়ে প্রতিবাদ করেন।