সোমবার, ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে আত্রাই নওগাঁ আঞ্চলিক সড়কে ও হাঁপানিয়া বাজারে পৃথক দুর্ঘটনায় এ তিনজন নিহত হয়।
এলাকাবাসী ও আত্রাই থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সকালে আত্রাই নওগাঁ আঞ্চলিক সড়কে উপজেলার বারনীতলা মসজিদ সংলগ্ন সড়কে শ্যালো মেশিন চালিত লছিমন (ভটভটি) আত্রাই থেকে মির্জাপুর যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে উপজেলার রসুলপুর গ্রামের অনাথ হালদারের পুত্র শ্রী বিশ^জিৎ হালদার (২৮) ও একই গ্রামের আমজাদ হেসেনের ছেলে লছিমন (ভটভটি) চালক জাহাঙ্গীর হোসেন (৩৫) নিহত হন এবং ঐ ভুটভুটির যাত্রী রসুলপুর গ্রামের মংলা হালদারের ছেলে লক্ষন হালদার (৩৮) গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা লক্ষন হালদারকে গুরুতর যখম অবস্থায় উদ্ধার করে আত্রাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠান।
এ বিষয়ে আত্রাই থানার ওসি (তদন্ত) জানান, বিষয়টি মৌখিকভাবে জেনেছি তবে এ পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করে নি। অন্যদিকে নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, জেলার মহাদেবপুর উপজেলার নওহাটা বাজার থেকে নাজমুল হক নামে এক ভটভটি চালক নওগাঁ শহরে আসার সময় দুপরে হাঁপানিয়া বাজারে এলে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।