মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার চকবুলাকী গ্রামে জায়গা জমি বিরোধের জ্বের ধরে বাঁেশর বেড়া দিয়ে চলা চলের পথ রোধ করার অভিযোগ ওঠেছে। ফলে ওই গ্রামের প্রায় ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে।এঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
চকবুলাকী গ্রামের সোলেমান মন্ডলের ছেলে সামছুর মন্ডল অভিযোগ করে বলেন, প্রতিবেশি ইলশাবাড়ী গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিকের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জ্বের ধরে গত ৩ ফেব্রুয়ারী সকালে আবু বক্কর সিদ্দিক চলাচলের রাস্তায় বাঁশের খুটি দিয়ে বেড়া দেয়। তিনি বলেন, বাড়িতেই একটি মুদিরদোকান রয়েছে। বেড়া দেয়ার কারণে দোকান খুলতে পারছি না। ফলে ব্যবসা বন্ধ হয়ে পরেছে। এছাড়া বাঁশের বেড়ার কারণে ওই রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় ১০টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেছে। এঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে রোববার নওগাঁ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
ওই গ্রামের ইউনুস আলী বলেন, কোন রকমে পায়ে হেটে চলার জায়গা রেখে পুরো রাস্তা বেড়া দিয়ে দখল করে নিয়েছে আবু বক্কর সিদ্দিক। ফলে আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছিনা। তিনি বলেন,নতুন বাড়ী নির্মান করছি।বেড়ার কারনে ওই বাড়ীর কোন মালামাল পরিবহন করতে পারছিনা। ফলে বাড়ীর কাজও বন্ধ রয়েছে।
বেলাল হোসেন বলেন রাস্তায় বেড়া দেয়ার কারনে গরুর সেডে গবাদিপশুর খাবার নিয়ে যেতে পারছিনা। ফলে চরম দূর্ভোগে পরেছি। দ্রুত এসমস্যার সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত আবু বক্কর সিদ্দিক বলেন, সামছুর রহমান দীর্ঘদিন ধরে আমার জায়গা দখল করে আছে। আমি সিমানা নির্ধারণ করে প্রায় ৭ফিট জায়গা ছেরে দিয়ে বেড়া দিয়েছি। এখন ওই সামছুর ও প্রতিবেশি সাদ্দাম হোসেন স্থাপনা সরে নিলেই চলাচলের রাস্তা বের হবে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।