মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদের হুইপ সাংসদ মো.শহীদুজ্জামান সরকারের গ্রামের বাড়ির কেয়ার টেকার মোকছেদ আলী (৬২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় জড়িতের অভিযোগে পুলিশ হাফিজা খাতুন (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বীরগ্রাম বড় মোল্লাপাড়া গ্রামে মৃত বদিউল আলমের ছেলে নুর মোহাম্মদ (৪৩)) বাড়িঘরের পানি রাস্তার মধ্য দিয়ে যাওয়ার জন্য একটি নল স্থানীয় ইউপি পরিষদ থেকে চেয়ে নেয়। কিন্তু ওই নলটি বেশ কিছু দিন পেরিয়ে গেলেও নুর মোহাম্মদ সেটি রাস্তার ড্রেনে না বসিয়ে নিজ বাড়িতে রাখেন। ঘটনার দিন নুর মোহাম্মদ ভ্যান নিয়ে মোকছেদ আলীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার পথে ড্রেনে নল বসানো হয় নি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। নুর মোহাম্মদ ও তার স্ত্রী হাফিজা খাতুন দুইজন মিলে মোকছেদ আলীকে বেধড়ক মারপিট করে। তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে নুর মোহাম্মদের ভ্যানের হ্যান্ডেল মোকদের আলীর বুকে লাগে। তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নুর মোহাম্মদের স্ত্রী হাফিজা খাতুনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।