নওগাঁয় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫, আটক ১২

আপডেট: জানুয়ারি ৬, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁয় ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে বিএনপির র‌্যালিতে পুলিশী বাধায় সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এসময় সদর উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ও যুবদল সভাপতি বায়োজিত হাসান পলাশসহ ১২ নেতাকর্মীকে আটক করে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে শহরের মুক্তির মোড়ে এ ঘটনা ঘটে ।
নওগাঁ পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম পিপিএম জানান, ‘গণতন্ত্র রক্ষা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগের বের করা মিছিলে মুখোমুখী হওয়ার চেষ্টা করলে শহরের মুক্তির মোড়ে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির মিছিল পুলিশী বাধা উপেক্ষা করার চেষ্টা করলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এসময় ৪ পুলিশসহ কয়েকজন আহত হন। এসময় ঘটনাস্থল থেকে জেলা বিএনপির সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবু বকর সিদ্দিক নান্নুসহ ১২ জনকে আটক করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানকে ছেড়ে দেয় পুলিশ।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক জানান, জেলা কেডির মোড় থেকে র‌্যালি বের করে শহর যাওয়ার পথে মুক্তির মোড়ে পৌঁছলে কোন প্রকার উসকানী ছাড়াই তাদের ওপর লাটিচার্জ করে পুলিশ। এ ঘটনায় তিনিসহ বিএনপির ১০ জন আহত হন।