নওগাঁয় বিশিষ্ট ব্যবসায়ী আহম্মদ আলীর মৃত্যু

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি


নওগাঁর হোটেল খাওয়া-দাওয়া ও মোহাম্মাদীয়া মার্কেটের মালিক সমাজসেবক আহম্মদ আলী গত শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি  মৃত্যুর পূর্ব সময় পর্যন্ত নওগাঁ পৌর আ’লীগের সহসভাপতি ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি ছিলেন। তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুন্যগ্রাহী রেখে গেছেন। তিনি উপজেলার চুনিয়াগাড়ী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। গতকাল শনিবার শহরের নওযোয়ান মাঠে বাদ যোহর মরহুমের জানাজা শেষে নওগাঁ সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ