শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দিরের ছাদ ঢালাইয়ের উদ্ধোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দির প্রাঙ্গণ কালিতলায় মন্দিরের ৩য় তলার ছাদ ঢালাই কাজের উদ্ধোধন করেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ সাধন চন্দ্র মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক এসএম ব্রহানি সুলতান মমুদ গামা, উপপ্রচার সম্পাদক রনজিত সরকার, ব্যবসায়ী চন্দন কুমার দেব, শ্রী শ্রী বুড়া কালিমাতা মন্দিরের সভপতি নিরোধ বরন চন্দ্র সাহা চন্দন, সাধারণ সম্পাদক অখিল কুমার, নেপাল চন্দ্র, মানক কান্তি লোটন প্রমুখ।