নওগাঁয় ভারতীয় সহকারী হাইকমিশনার ।। বাংলাদেশে ব্যবসায়ীদের ভিসা সহজ করতে প্রদক্ষেপ নিয়েছে ভারতীয় সরকার

আপডেট: ডিসেম্বর ১২, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি



রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের ব্যবসায়ীদের যেন দ্রুত ভিসা দেয়া যায় সে লক্ষ্যে ভারতীয় দূতাবাস নানা পদক্ষেপ নিয়েছে। তিনি বাংলাদেশ ও ভারতীয় মানুষকে এক ও অভিন্ন উল্লেখ করে বলেন ভিসা প্রক্রিয়া সহজ করার কারণে এখন বাংলাদেশ থেকে অনেক ব্যবসায়ী ভারতে যেতে পারছেন এবং ব্যবসার অনুকূল পরিবেশ পাচ্ছেন।
গতকাল রোববার নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের হলরুমে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে ব্যবসায়ী নেতৃবন্দের সাথে মতবিনিময় করেন তিনি। নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি আহম্মদ আলী, সহসভাপতি আবুল কালাম আজাদ, পরিচালক আবদুল খালেক, অমিয় কুমার দাস, পরিচালক তৌফিকুর ইসলাম বাবু, মো.রফিকুল ইসলাম, মো.বেলাল হোসেন, মো.নুুরুল ইসলাম প্রমুখ।