নওগাঁয় ভূমি অফিসের হেল্প ডেস্ক উদ্বোধন

আপডেট: নভেম্বর ২৪, ২০১৬, ১২:০১ পূর্বাহ্ণ


নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে ভূমি অফিসকে জনবান্ধব ভূমি অফিসে রূপান্তরিত করতে, সেবা প্রত্যাশিদের সেবা সংক্রান্ত সহযোগিতার জন্য হেল্প ডেস্ক ও সেবা প্রত্যাশিদের বসার জন্য ক্ষনিকালয় উদ্বোধন করা হয়। গত মঙ্গলবার বিকেল ৫টায় নিয়ামতপুর সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজার কার্যালয়ে এ হেল্প ডেস্ক ও ক্ষনিকালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমূখ।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা  জানান, অফিসে দালালদের দৌরাত্ত, তাদের হাত থেকে ভূমি অফিসে আসা সেবা প্রত্যাশিদের রক্ষার্থে সহকারী কমিশনার (ভূমি) নিজ হাতে আবেদন গ্রহন করছেন এবং আবেদনের দিন থেকে ৩০ দিনের মধ্যে আবেদনের যাবতীয় কার্যাবলী নিষ্পত্তি করছেন। তিনি আরো বলেন, আর যেন কেউ ভুল করেও কোন দালালের পাল্লায় না পড়ে। আপনাদের সেবায় ভূমি অফিস সব সময় সচেতন।