মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
নওগাঁ প্রতিনিধি
জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি ২০১৭ পালিত হয়েছে। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আমিনুর রহমান।
গতকাল মঙ্গলবার সকালে পুরাতন কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মাজেদা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যদেরর মধ্যে বক্তব্য দেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক রাজিউর রহমান, পরিদর্শক সবুজ কুমার দেবনাথ প্রমুখ। বক্তরা মাদকের কূফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।