নওগাঁয় শিশু আইন বাস্তবায়ন বিষয়ক সভা

আপডেট: জুন ৭, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁয় শিশু আইন বাস্তবায়ন বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে শিশু আদালত ১/২ নওগাঁ এর উদ্যোগে ও এসসিজেএসসিপিবি প্রকল্প, আইন ও বিচার বিভাগ এবং ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আশা শিশু এবং সুবিধা বঞ্চিত শিশুর যতœ, পরিচর্যা ও সুরক্ষা নিশ্চয়তার জন্য শিশু আইন ২০১৩ প্রণীত হয়। উক্ত আইন বাস্তবায়নে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, চিকিৎসা বিভাগ, আইনজীবী এবং সমাজসেবা অধিদপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।
সভায় শিশুদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।