শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অনুর্ধ্ব-১৫ শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবলের বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর অধীন এবং নওগাঁ জেলা ক্রীড়া কার্যালয়ের ব্যবস্থাপনায় এই বাছাই অনুষ্ঠিত হয়।
বাছাইপর্বে বিভিন্ন ফুটবল একাডেমির ৪০ জন ফুটবলার অংশগ্রহণ করেন। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ বখতিয়ার ইনাম ববিন, নির্বাহী সদস্য আহসান হাবিব রকেট।