নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ


নওগাঁ প্রতিনিধি:


নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) মৌসুমীর প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস, এম, রবিন শীষ। সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহাকারী অধ্যাপক রেশমা পারভিন।

এসময় উপস্থিত ছিলেন মৌসুমীর প্রধান নির্বাহী হোসেন শহীদ ইকবাল, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, কৈশোর কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেল প্রমূখ। প্রতিযোগিতায় নওগাঁ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোর, কিশোরী অংশগ্রহণ করে।